বঙ্গবন্ধু বালক অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় বাগোয়ান ইউনিয়ন পরিষদ একাদশকে ২ গোলের ব্যবধানে পরাজিত করে রাউজান পৌরসভা জয়লাভ করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাউজান আরআরএসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারী মাইদুল।
খেলা শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসান মুরাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্যাহ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ও পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভুপেশ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর আইনজীবী দিলিপ কুমার চৌধুরী, সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী মেম্বার রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সুবর্না সুমাইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, জাহেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী ও কৃতি ফুটবলার সেলিম উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার বাবুল বলেন, রাউজান উপজেলা পরিষদের পৃষ্টপোষকতায় আগামী ২৯ সেপ্টেম্বর থেকে রাউজানে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা হলদিয়া ইউনিয়নের জুবলী স্কুল মাঠে উদ্বোধন করা হবে।
পুরস্কার বিতরণী সভায় বিজয়ী রাউজান পৌরসভার খেলোয়াড় ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি রানার্সআপ দল বাগোয়ান ইউনিয়ন একাদশের খেলোয়াড় ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়ার হাতে রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপিসহ অতিথিরা।