‘আদালত নয়, খালেদা জিয়ার জামিন নিয়ন্ত্রণ করছে সরকার’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে আইনের মাধ্যমে জেল থেকে বের হতে দেবে না। আমরা আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করতে চাইলেও সরকারনিয়ন্ত্রিত আদালত বারবার বাধা সৃষ্টি করছে। আদালত নয়, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ন্ত্রণ করছে সরকার।

- Advertisement -

তিনি শনিবার (১৪ সেপ্টেম্বর)বিকালে পশ্চিম ষোলশহরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, এসরকার জনগণের কোনো কথাই শুনবে না। কারণ তারা একবারও জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। বর্তমান সরকার গণতন্ত্র হত্যাকারী ও লুটেরা সরকার। দুর্নীতি ও লুটপাটে সব রেকর্ড ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সকলকে সর্বোচ্চ ত্যাগ শিকার করার মানসিকতা নিয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে তিনি অসুস্থ বিএনপি নেতা পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুর আনোয়ার, সাবেক সভাপতি বদিউল আলম বদি, বিএনপির নেতা ছগির মিয়া, জাহাঙ্গীর আলম, নুরন্নবী খলিফা ও আকতারদের বাসায় যান ও তাদের সুস্থতার খোঁজ খবর নেন। পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ইসকান্দার মির্জা, আরইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, সহশ্রমবিষয়ক সম্পাদক আবু মুছা, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, সম্পাদক হামিদুল হক চৌধুরী, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনু, থানা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক, এমএ
বাতেন, আকবর খান, মোহাম্মদ আলী, ওসমান, যুগ্ম সম্পাদক এনামুল হক ইনু, জাহেদুল করিম খান, শাহাদাত হোসেন ওয়াসিম, সহসাধারণ সম্পাদক দস্তগীর আলম, মোশাররফ হোসেন, বাবুল কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, সম্পাদক আবুল কাসেম, জানে আলম, সহসম্পাদক তৌহিদুল আলম, মো. ইউনুস ইনু, হেলাল সিকদার, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকী, ওয়ার্ড বিএনপির সহসভাপতি বশির আহমদ কোং, আলী আকবর, মোহাম্মদ শফি, দিদারুল আলম, আবদুল মালেক, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ নাজের, ৪৩নং সাংগঠনিক ওয়াড বিএনপির সহসভাপতি আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সম্পাদক এমএ হামিদ দিদার, মোহাম্মদ আকতার ও সাংগঠনিক সম্পাদক এমএ নাছির।

- Advertisement -islamibank

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, মুজিবুদ দৌলা বাচ্চু, অ্যাডভোকেট এনামুল হক, সাজ্জাদ হোসেন খান,
নূর উদ্দিন, ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, মাহমুদুর বাবুল, রহিম উদ্দিন মিনহাজ, জামাল পাটওয়ারী, শানু মিয়া, সহিদুল ইসলাম মাসুম, মোহাম্মদ আকবর, মোহাম্মদ নাছির, হানিফ রানা, জুনায়েদ হাসান রানা, সোলেমান হোসেন মনা, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জসিম, শাহাদাত ও সুলতান প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM