ভয়ডরহীন ক্রিকেট খেলবে বাংলাদেশ

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

- Advertisement -

এই ম্যাচে পরিষ্কার এগিয়ে থেকে নামছে আফগানরা। তবে নিজেদের মেলে ধরতে পারলে প্রতিটি ম্যাচ জয়ের সুযোগ আছে বাংলাদেশের।

- Advertisement -google news follower

গত মাসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরে আরও বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিবরা। এরপর জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও ত্রিদেশীয় টি ২০ সিরিজে প্রথম ম্যাচে প্রায় হারতে বসেছিল স্বাগতিকরা। বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে তাই প্রশ্ন উঠেছে।

ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি না করে তাই সাকিব-মুশফিকদের সমর্থন দেয়ার কথা বললেন এই দক্ষিণ আফ্রিকান। গতকাল বাংলাদেশ দলের অনুশীলনের পর মিরপুর একাডেমিতে ম্যাকেঞ্জি বলেন, কখনও কখনও আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশই। ক্রিকেটারদের ওপর অনেক সময় অনেক বেশি চাপ তৈরি করে দেয়া হয়। দর্শক, সংবাদমাধ্যম ও সবার কাছ থেকে দলের প্রতি বিশ্বাস আসা উচিত। ক্রিকেটাররা মানুষ, যন্ত্র নয়।

জয়নিউজ/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM