মোজা ও বেল্টে লুকানো স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর মোজা ও বেল্টের মধ্যে লুকানো অবস্থায় ৬৮৫ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

- Advertisement -

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

অন্যদিকে, কলকাতা থেকে আসা বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুই যাত্রীর ছয়টি লাগেজের মধ্যে থেকে ৭১টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসেট, চার লিটার মদজাতীয় পানীয় এবং ৬৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জয়নিউজকে জানান, সন্দেহ হলে আমরা অভিযুক্ত যাত্রীদের পাসপোর্ট দেখতে চায়। তখন একজন পাসপোর্ট আমাদের কাছে রেখে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দের ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM