পেকুয়ায় চোরাই কাঠ জব্দ

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ২১ ঘনফুট চোরাই শাল কাঠ জব্দ করেছে বনবিভাগ।

- Advertisement -

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার টইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসার সামনের সড়কের পাশ থেকে এ কাঠ জব্দ করা হয়। পরে জব্দকৃত কাঠটি বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান বনবিভাগের কর্মকর্তারা।

- Advertisement -google news follower

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার নেতৃত্বে এ অভিযানে টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আব্বাসসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আব্বাস জয়নিউজকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কিছু দুষ্কৃতিকারী লোক টইটং বনবিটের অধীন বনাঞ্চল থেকে মূল্যবান শাল গাছটি চুরি করে কেটে ফেলে। গাছটি পাচারের খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানের বিষয় টের পেয়ে চোরচক্রের সদস্যরা গাছটি রেখে পালিয়ে যায়।’

- Advertisement -islamibank

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, ‘চোরাই শাল কাঠ পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জয়নিউজ/গিয়াসউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM