সৌদি আরবে মার্কিন সেনা পাঠানো হচ্ছে। গত সপ্তাহে তেল শিল্পক্ষেত্রে হামলার পর দেশটিতে মার্কিন সৈন্য মোতায়েনের উদ্যোগ নেয় ওয়াশিংটন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শুক্রবার উপসাগরে নতুন করে সৈন্য পাঠানোর এ পরিকল্পনার কথা জানান।
বিবিসি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, সেনা মোতায়েনের পরিকল্পনা হলেও প্রাথমিকভাবে কত সংখ্যক পাঠানো হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সৌদি আরবে তেলের দুটি প্ল্যান্টে ভয়াবহ হামলার পর এ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল।