চাকসু নির্বাচনে দৃশ্যমান অগ্রগতি চায় ছাত্র ইউনিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র ইউনিয়নের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অভাব রয়েছে। এর জন্য চাকসু নির্বাচন দিতে হবে। ছাত্র ইউনিয়ন চায় চাকসু নির্বাচনের দৃশ্যমান অগ্রগতি হোক।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গে নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফী নিতুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পরিচিতি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান শেষে বিশ্ববদ্যালয়ের সদ্যপ্রয়াত শিক্ষক মোহাম্মদ শাহর মৃত্যুতে শোক প্রস্তাব জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় গৌরচাঁদ ঠাকুর বলেন, কমিটি নির্বাচিত হওয়ার পর লাখো শহীদের রক্তের নামে আমরা শপথ গ্রহণ করেছি। এ শপথ ক্যাম্পাসের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের শপথ।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে আবাসন-পরিবহনসহ সকল সমস্যার সমাধানে আন্দোলনের কর্মসূচি দিবে ছাত্র ইউনিয়ন। আশা করছি, এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোকে পাশে পাব।

এসময় শাখা ছাত্র ইউনিয়নের সহসভাপতি মাহবুবা জাহান রুমি বলেন, আমরা ছাত্রদের অধিকার আদায়ে সংগ্রাম করি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন করি। আমরা সমস্ত প্রগতিশীল ছাত্রসংগঠন একাত্ম হয়ে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করব।

অনুষ্ঠানে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু উপস্থিত হয়ে প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা ছাত্র ইউনিয়নের সহসভাপতি উজ্জ্বল চৌধুরী মারমা, সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি আশুতোষ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সায়মা আক্তার মিশু, সদস্য নুসরাত হক চেরি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চবি শাখার দপ্তর সম্পাদক শুকলা চাকমা প্রমুখ। এছাড়াও সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/নবাব/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM