হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম ছেলে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩১তম উরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার(৪ অক্টোবর) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিসমূহের ব্যবস্থাপনায় স্ব- স্ব এলাকার মসজিদে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল।
শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় নগরের ‘জেলা পরিষদ মিলনায়তন’ এ ‘একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহ্’ শীর্ষক সেমিনার।
রোববার (৬ অক্টোবর) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব-স্ব প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) জীবনী আলোচনা, র্যা লি ও অন্যান্য অনুষ্ঠানমালা।
সোমবার (৭ অক্টোবর) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব-স্ব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ফটিকছড়ির রেজিস্ট্রার্ড এতিমখানায় ছাত্র-ছাত্রীদের খাবার সরবরাহ।
শুক্রবার (১১ অক্টোবর) ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টায় পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে ৭ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সমাপ্তি।
কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’র সকল শাখা কমিটিসমূহ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ সহযোগিতা কামনা করেছেন।
জয়নিউজ/বিআর