পরিবেশ আইন না মেনে পুকুর ভরাট, ৩০ লাখ টাকা জরিমানা

নগরের সদরঘাট থানার মোগলটুলী এলাকায় পরিবেশ অইন না মেনে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের দায়ে জানে আলম নামে এক ভবন মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

বুধবার (২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

- Advertisement -google news follower

জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই ভবন মালিককে।

পরিবেশ অধিদপ্তরের মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জয়নিউজকে বলেন, মোগলটুলী এলাকায় পরিবেশ আইন না মেনে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছিল তারা। পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

তিনি আরো জানান, অপর একটি শুনানিতে নগরের বায়েজিদ থানার জালালাবাদ কুলগাঁও এলাকার ইনোভা টেক্সটাইল লিমিটেডকে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে তরল বর্জ্য নিঃসরণ করার দায়ে ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM