দুর্গাপূজা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: ব্যারিস্টার আনিস

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নই, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

- Advertisement -

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

রবিবার (৬ অক্টোবর) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর জ্বালাকুমারী সংঘ পূজামন্ডপে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিটন মহাজন।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুচ গনি চৌধুরী।

- Advertisement -islamibank

বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ, ধলই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, পরিষদের উপদেষ্টা কারুকাঞ্চন আচার্য। স্বাগত বক্তব্য রাখেন পরিষদেও ছোটন দাশ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সুভাষ নাথ।

আরও উপস্থিত ছিলেন এম আলী আব্বাস, আজম উদ্দীন, অসিম দাশ গুপ্ত, এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ, তান্ত্রিক দূর্গাপদ আচার্য্য, সাহস শীল, জয়দেব শীল, সুমন বৈষ্ণব, শিপন নাথ ও প্রিয়তোষ শীল প্রমুখ।

জয়নিউজ/আবু তালেব/আরএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM