ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মারা যাওয়ার তথ্য পেয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে। এরমধ্যে ১৫১টি মৃত্যু পর্যালোচনা করে ৯৩টি ডেঙ্গুজনিত মৃত্যু বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।
চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এর মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে’তে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন এবং সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর হাসপাতালে ভর্তি হন ৮৭ হাজার ৯৫৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৮৬ হাজার ২৪১ জন। আক্রান্ত ৯৮ ভাগ রোগীই সুস্থ হয়েছেন।
জয়নিউজ