মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মেয়রের কার্যালয়। সেখানেই অতর্কিত হামলা একদল কৃষকের। ক্ষুব্ধ কৃষকরা মেয়রকে কার্যালয় থেকে টেনে-হেচড়ে বের করে আনেন। এরপর দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে নিয়ে যান!
https://youtu.be/faRIe_JcAkk
প্রশ্ন হলো, কেন এমন করলেন স্থানীয় কৃষকরা?
নির্বাচনের আগে ওই মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা ঠিক করে দেবেন। কিন্তু এ প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন তিনি। প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষুব্ধ কৃষকরা মেয়রকে এ সাজা দেন।
উত্তেজিত কৃষকদের হাত থেকে মেয়র জর্জ লুইস এসকান্দন হারনানদেজকে রক্ষা করতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। বড় ধরনের কোনো আঘাত পাওয়া ছাড়াই মেয়রকে উদ্ধার করে পুলিশ।
এদিকে চিয়াপাস রাজ্যের ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে মেয়র জর্জ লুইস এসকান্দন হারনানদেজ জানিয়েছেন, এ ঘটনায় তিনি অপহরণ এবং হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করবেন।
জয়নিউজ