হিংসা-বিদ্বেষ দূর করতে সংস্কৃতির বিকাশ খুবই জরুরি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সমাজ থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও হিংসা-বিদ্বেষ দূর করতে সংস্কৃতির বিকাশ খুবই জরুরি। সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতি হচ্ছে রক্ষা কবচ।

- Advertisement -

চট্টল ইয়ুথ কয়ার আয়োজিত মেয়র স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

- Advertisement -google news follower

শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আকাশ সংস্কৃতির বদৌলতে প্রতিনিয়ত আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ভিনদেশী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। তাই বিদেশি বা আকর্ষনীয় হলেই সবকিছু লুফে নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যতটুকু সামঞ্জস্য ততটুকুই গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয়, বিজাতীয় ও অপসংস্কৃতির সবকিছু বর্জন করতে হবে।

- Advertisement -islamibank

চসিক মেয়র সাংস্কৃতিক প্রতিযোগিতায় আগত অভিভাবকদের উদ্দেশে বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি নিয়ে কেউ জন্মায় না। প্রতিনিয়ত চর্চার মাধ্যমেই সংস্কৃতি অর্জন করতে হয়। একজন সংস্কৃতিবান মানুষ কখনও সমাজের ক্ষতি করতে পারে না। তাই সমাজ থেকে পঙ্খীলতা দূর করতে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

এতে সভাপতিত্ব করেন মেয়র স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের সভাপতি চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
ইয়ুথ কয়ারের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দাশ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, চসিক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, শৈবাল দাশ সুমন, মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, শিক্ষাবিদ মো. গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, চারণ কবি মো. নুরুল হুদা ও আজাদুর রহমান মল্লিক।

এতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা অনিন্দ্য দেব, সাংস্কৃতিককর্মী সুজিত চৌধুরী মিন্টু, প্রণবরাজ বড়ুয়া, কবি সজল দাশ, ছবির আহমদ, হানিফুল ইসলাম, শিল্পী হেলাল উদ্দিন, নারায়ন দাশ, যদু দাশ ও মো. হোসেন প্রমুখ।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM