পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা

তৈরি পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর করা হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু।

- Advertisement -google news follower

উল্লেখ্য, এ বছরের ১৪ জানুয়ারি মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’-এর সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করেছে।

এর আগে ২০১৩ সালের ৭ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। যা ২০১৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। জানা গেছে, গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম বেতন চেয়ে প্রস্তাব দিয়েছিল ১৬ হাজার টাকা।

- Advertisement -islamibank

জয়নিউজ/এসআই/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM