জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রে গেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকারের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়গুলো উঠে আসতে পারে। সফরকালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বিএনপি প্রতিনিধিদলটির বৈঠকের ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্রটি বলছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকে নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে।
জয়নিউজ/আরসি