নগরের মুরাদপুর পিলখানা আবাসিক এলাকায় ইস্ট ডেল্টা হক আর্কেড প্রকল্পের আট দিনব্যাপী মেলা শুরু হয়েছে।
এতে ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএস এম আবদুল গাফফার মিয়াজী।
রোববার (২০ অক্টোবর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আবদুল গাফফার মিয়াজী বলেন, ইস্ট ডেল্টা হক আর্কেড প্রজেক্টে রয়েছে আট তলার আবাসিক ভবন। রয়েছে টাইপ এ- ১১৮০ বর্গফুট এবং টাইপ বি- ১১২০ বর্গফটের ফ্ল্যাট।
প্রতি ফ্ল্যাটে রয়েছে ৩ বেড, ৩ বার্থ, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ২টি বারান্দা ও অন্যান্য কমন ইউটিলিটি সুবিধা।
মেলা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে প্রথম দুইজন ফ্ল্যাট ক্রেতারজন্য শতভাগ গ্যাস সংযোগের নিশ্চয়তা। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আট নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত, অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ, নাসির উদ্দিন, আক্তার উদ্দিন রানা, পিলখানা আবাসিক কল্যাণ সমিতির সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও যুগ্ম সম্পাদক আজিজুল হক বাবুল।
কোম্পানির মার্কেটিং ডিরেক্টর সাইফুল আযম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজার মো. এমদাদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ মামুন, ছাত্রনেতা মাহবুবুর রহমান দুর্জয়, ব্যবসায়ী আলম সওদাগর, আবুল কালাম আবু, ভূমি মালিক সায়েরা বেগম ও নাসিমা বেগম।