রামুতে নৌকা বাইচের ফাইনাল

কক্সবাজারের রামুতে গ্রাম বাংলার সবচেয়ে লোকপ্রিয় খেলা নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ খেলার ফাইনাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সম্পন্ন হয়।

- Advertisement -

ফাইনাল খেলায় জোয়ারিয়ানালা’র পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন, নোনাছড়ি যৌথ বাহিনী তালেব মেম্বার নৌকা বাইচ দল রানার্সআপ ও ইয়ং টাইগার স্পোটিং ক্লাব শ্রীমুরা নৌকা বাইচ দল তৃতীয় স্থান লাভ করেছে।

- Advertisement -google news follower

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

- Advertisement -islamibank

রামুতে নৌকা বাইচের ফাইনাল

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩০ বিজিবি’র সহকারি পরিচালক মাসুদ রানা, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজাকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইউনুচ ভূট্টো, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় করেন ওমর ফারুক মাসুম।

জয়নিউজ/খালেদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM