‘শিক্ষা ও একতাই পারে সমাজকে বদলে দিতে’

বাঁশখালী জলদী গ্রামজাত পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৮ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।

- Advertisement -

জলদী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে নগরের জলদী ধর্মরত্ন বিহার প্রাঙ্গনে এই সম্মাননা দেওয়া হয়।

- Advertisement -google news follower

এতে অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর বোধি রঞ্জন বড়ুয়া ও বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তপন কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে জলদী কল্যাণ সংস্থার সভাপতি শিক্ষক কাঞ্চন কুমার বড়ুয়া সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাংবাদিক সুবল বড়ুয়া ও শিক্ষক প্রণব বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র বড়ুয়া, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী প্রকৌশলী অপু বড়ুয়া ও আওয়ামী লীগ নেতা রাহুল বড়ুয়া।

- Advertisement -islamibank

এছাড়াও এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার উদয়ন বড়ুয়া, সাবেক সভাপতি সাংবাদিক সুপলাল বড়ুয়া, সাবেক সভাপতি অধ্যক্ষ অর্পন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জীবক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সিদুল বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক সুনীল বড়ুয়া, সদস্য স্বদেশ বড়ুয়া, সদস্য টিটুরাজ বড়ুয়া, ব্যবসায়ী অর্পন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট শোকন বড়ুয়া, পিন্টু বড়ুয়া, আকাশ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সম্মাননা মানেই কৃতকর্মকে সম্মানিত করা। সম্মানিত হওয়া মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। তাই সকলকে নিজ নিজ অবস্থানে থেকে গ্রাম, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বক্তরা বলেন, শিক্ষা ও একতাই পারে সমাজকে বদলে দিতে। সমাজকে সুশিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। এক্ষেত্রে সুন্দর চেতনার মাধ্যমে সকলকে উদ্যোগ নিতে হবে। জলদী কল্যাণ সংস্থার এই মহতি আয়োজন শিক্ষাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM