সীতাকুণ্ড থানার কালুশাহ মাজার এলাকায় নিয়ন্ত্রণহীন লরির আঘাতে মো. আজম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টায় কালুশাহ মাজার গেইট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম কালুশাহ পশ্চিম মালিপাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র।
স্থানীয় যুবক মো. বখতিয়ার জয়নিউজকে বলেন, আজম কালুশাহ সড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে মাজারের দানবক্সের জন্য টাকা তুলতো। প্রতিদিনের মত সে রোববার রাতে দায়িত্বপালন করছিল যাত্রী ছাউনীতে বসে। রাত সাড়ে তিনটার দিকে বিএসআরএম এর একটি লরি হঠাৎ ব্রিজের যাত্রী ছাউনির উপর উঠে যায়। তখন লরিটি যাত্রী ছাউনি সহ ভেঙ্গে আজমকেসহ নিয়ে ব্রিজের নিচে পরে যায়। পরে আমরা আজমকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ড্রাইভার লরি রেখে আহত অবস্থায় পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁডির ইনচার্জ জহিরুল ইসলাম জয়নিউজকে বলেন, কালুশাহ এলাকায় লরি চাপায় গুরতর আহত আজম (৩৩) নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়নিউজ/রিফাত/পিডি