খোকার মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ।

- Advertisement -

শুক্রবার (১ নভেম্বর) হাসপাতাল থেকে খোকার বিশেষ সহকারী সিদ্দিকুর রহমান মান্না জানান, খোকা মাঝেমধ্যে দর্শনার্থীদের সঙ্গে কথাও বলছেন। তবে কথায় কোনো জোর নেই। তিনি খুবই দুর্বল। খোকার শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে, ক্যান্সারের ওষুধ প্রয়োগ করা যাচ্ছে না।

- Advertisement -google news follower

সামাজিক যোগাযোগ মাধ্যমে খোকা মারা যাবার যে তথ্য প্রচারিত হয়েছে বা হচ্ছে তা ‘খুবই অমানবিক’ বলে মন্তব্য করেছেন হাসপাতালে খোকার শয্যাপাশে থাকা বিএনপি নেতা গিয়াসউদ্দিন ও মিল্টন ভূঁইয়া।

এছাড়াও খোকার পাশে রয়েছেন তার স্ত্রী, দুই ছেলে, কন্যা ও জামাতাসহ স্বজনেরা। তারা খোকার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM