দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মোরশেদুল ইসলামকে রিফাতকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) রিফাতকে এই নোটিস পাঠানো হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র।
তিনি বলেন, নোটিসে দৃষ্টি প্রতিবন্ধী দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুক্কুর আলমকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
‘এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।’
এর আগে রোববার (১০ নভেম্বর) রাতে চবি’র সোহরাওয়ার্দী হলের সামনের দোকানে রুটি কিনতে গেলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শুক্কুর আলমকে উত্যক্ত করা হয়। এর প্রতিবাদ করায় তাকে মারধর করে ছাত্রলীগ কর্মী মোরশেদুল ইসলাম রিফাত।
ওই ঘটনায় রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসএ্যাবল স্টুডেন্ট সোসাইটির (ডিসকু) সদস্যরা সোহরাওয়ার্দী হলের সামনে বিক্ষোভ করে।