দুর্গন্ধ ও স্যাঁতস্যাঁতে পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা

রাউজানের গহিরা চৌমুহনীতে অভিযান চালিয়ে শাহপরান বেকারি নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

- Advertisement -google news follower

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নানা ক্ষতিকারক রং ব্যবহার করে বেকারি নাস্তা বানিয়ে বাজারজাত করতো বেকারিটি। এছাড়াও বিএসটিআই’র অনুমোদন ছিল না প্রতিষ্ঠানটির।

জোনায়েদ কবির সোহাগ জয়নিউজকে বলেন, বেকারিটিতে নোংরা পরিবেশ ছিল। কারখানার পিছনে ময়লা আবর্জনার দূষিত দুর্গন্ধও ছিল অসহনীয়। নাস্তায় ব্যবহার করছিল বিভিন্ন রং। স্যাঁতস্যাঁতে পরিবেশে তিনমাস ধরে কাজ করছিল শ্রমিকরা। সেই কারণে বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM