অনলাইনে মুদি দোকানের জিনিসপত্র অর্ডার দিয়েছেন এক বানর। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হতেই ভাইরাল।
ওই বানরের পালিকা হলেন এলভি মেঙমেঙ। তিনি চীনের চ্যাঙঝাউ শহরের ইয়ানচেঙ ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কাজ করেন। সম্প্রতি তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে মুদি দোকানের জিনিসপত্র।
বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখার পরই বিষয়টি পরিষ্কার হয় তাঁর কাছে। তিনি দেখেন, তাঁর পোষ্য বাঁদরটিই এই ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে এলভি বলেন, বাড়ির দরকারি জিনিসপত্র অর্ডার করেছিল বানরটি। তাই সেই অর্ডার বাতিল করিনি।
প্রায়সময় অনলাইনে মুদিদ্রব্য অর্ডার করেন এলভি। তা দেখেই অর্ডার করার কৌশল শিখেছে বানরটি।
জয়নিউজ