অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর মৃত্যুবার্ষিকী শনিবার

নাজিরহাট কলেজের মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী শনিবার (১৬ নভেম্বর)।

- Advertisement -

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত রোসাংগিরী বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও কাকলী সংঘ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

- Advertisement -google news follower

উল্লেখ্য, ২০০১ সালের ১৬ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরে জামাল খানের বাসায় মুহুরীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা।

তাঁর স্ত্রী রেলওয়ে সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মোট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল শিবির ক্যাডার গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইজা আলমগীরের ফাঁসির আদেশ দেয়। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যায়। আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান এবং সাইফুল ওরফে ছোট সাইফুলসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল থাকে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM