ছুটির দিনেও কর মেলায় করদাতারা সরব

ছুটির দিন হওয়ায় আয়কর মেলায় করদাতাদের ছিলো সরব উপস্থিতি। দীর্ঘ লাইন থাকলেও অল্প সময়ে রিটার্ন দাখিল করতে পেরে সন্তুষ্ট করদাতারা।

- Advertisement -

এদিকে আয়কর মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ১১৫টি রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা।

- Advertisement -google news follower

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে মেলায় আসতে থাকেন করদাতারা। বিভিন্ন সেক্টরের কর্মজীবীরা ব্যস্ত ছিলেন স্বতস্ফূর্তভাবে রিটার্ন দাখিলে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ভিড়ও বেশি।

এবারের আয়কর মেলায় তরুণ করদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ঝামেলা ছাড়াই সহজে রিটার্ন জমা দিতে পেরে সকলেই বেশ খুশি।

- Advertisement -islamibank

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়োজিত মেলার দ্বিতীয় দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ২২৫ জন। কর সেবা নিয়েছেন ৫৮ হাজার ৭১ জন। চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ মিলে রিটার্ন জমা পড়েছে ৬ হাজার ২৫০টি। কর আদায় হয়েছে ৮৫ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৪৬২ টাকা।

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান জয়নিউজকে এসব তথ্য জানান।

৮ বিভাগীয় শহরে সাত দিনব্যাপী আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এছাড়া ৫৬ টি জেলায় ৪ দিন এবং ৫৬ টি উপজেলায় ২ দিনসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা হচ্ছে।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM