পাচারকালে রেলের ৪ ড্রাম ডিজেল তেল উদ্ধার

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পাশ থেকে ৪ ড্রাম রেলের ডিজেল তেল উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাঞ্চননগরের মুরাদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তেলভর্তি ড্রামগুলো উদ্ধার করে।

- Advertisement -google news follower

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ জানান, রেলের ইঞ্জিন থেকে ডিজেল তেল পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চার ড্রাম ডিজেল তেল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে রাতে ইঞ্জিন থেকে ডিজেল তেল বের করে পাচার করার ঘটনা নতুন নয়। ১৯৮০ সালে থেকে দোহাজারী রেলস্টেশনে ইঞ্জিন থেকে ড্রামভর্তি করে তেল পাচার করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ নিয়ে বেশ শোরগোল হলে বেশকিছু বছর তেল পাচার বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবার শুরু হয়েছে।

- Advertisement -islamibank
জয়নিউজ/রাজ্জাক/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM