কলকাতা পুলিশের অভিনব প্রচারণা ‘রাখে হেলমেট, মারে কে’

ইডেন টেস্টে ভারতীয় পেসাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের বেশ নাকানি চুবানি খাইয়েছেন। বিশাল ব্যবধানে ঐতিহাসিক ওই টেস্টে হারার আগে ক্রিজে রীতিমতো অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অনেকের গায়ে ভারতীয় বোলারদের বলও আঘাত হানে। আবার কারো হেলমেটও শিকার হয় বলের আঘাতের।

- Advertisement -

গোলাপি বলের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্বের এমনই একটি মুহূর্তের ছবি দিয়ে ট্রাফিক আইন মানতে অভিনব প্রচার চালিয়েছে কলকাতা পুলিশ।

- Advertisement -google news follower

রোববার (২৪ নভেম্বর) কলকাতা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে একজন ব্যাটসম্যানের হেলমেটে গোলাপি বলের আঘাত লাগার দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘রাখে হেলমেট, মারে কে’!

এ দিয়ে পরোক্ষভাবে বুঝানো হয়েছে, বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে এভাবে আঘাত থেকে মাথা রক্ষা পাবে!

- Advertisement -islamibank

ট্রাফিক আইনসহ নানান বিষয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কলকাতা পুলিশ প্রায় অভিনব বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM