রাউজানে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে স্কুল পর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর)সকাল ১০টায় উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প জাইকার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রাউজান সুরেশ বিদ্যায়তন হলে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
শিক্ষক পীযুষ কান্তি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্যাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অর্নব চাকমা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, প্রধান শিক্ষক অশোক কুমার সরকার, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমএম মতিন, মোজ্জামেল হক খোকন, শিক্ষক মোবারক আলী ও শিবুকান্তি শর্মা।
একইদিন রাউজানের হযরত এয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়ে দুপুর ১টায় বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও জঙ্গি প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল ।
যুবনেতা মনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অর্নব চাকমা, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টচার্য্য, আওয়ামী লীগ নেতা সোলায়মান মাস্টার ও এসএম বাবর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হজরত এয়াসিন শাহ কলেজেল অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলম।