হলি আর্টিজান: ৩ বছরের অপেক্ষার অবসান

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় আজ বুধবার (২৭ নভেম্বর)। বেলা ১২টায় শুরু হবে আদালতের কার্যক্রম। এর পরপরই রায় ঘোষণা করা হবে।

- Advertisement -

এদিকে এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত পাড়া, রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

- Advertisement -google news follower

ভয়াবহ এ জঙ্গি হামলার রায় ঘিরে মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকেই ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকার আদালতপাড়া পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেছেন, “হলি আর্টিজান হামলার মামলার ঘটনায় নিম্ন আদালতের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে  র‌্যাব। আজ (মঙ্গলবার) থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার পরও এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। প্রয়োজন মনে হলে যে কয়দিন নিরাপত্তা জোরদার রাখা দরকার সে কয়দিনই রাখা হবে।”

- Advertisement -islamibank

রায় উপলক্ষে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালতে নিয়োজিত নিয়মিত সাংবাদিকরাই এজলাসে উপস্থিত থাকতে পারবেন। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আদালত প্রতিবেদকরা। টেলিভিশন সাংবাদিকরা কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে সংশ্লিষ্ট আদালতের সামনে যেতে পারবেন না। তবে আদালত প্রাঙ্গণে থাকতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির ওই রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এতে ২২ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ৯ জন ইতালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি ও একজন ভারতের নাগরিক ছিলেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM