ট্রেনে প্রকাশ্যে ধূমপানের দায়ে ৫ ব্যক্তিকে জরিমানা

ট্রেনে ও স্টেশনের প্ল্যাটফর্মে প্রকাশ্যে ধূমপানের দায়ে পাঁচব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেল স্টেশনে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

- Advertisement -google news follower

জরিমানা করা ব্যক্তিরা হলেন-মোস্তাফিজুর রহমান (৩৫), জয় হাসান (২৫), ফরহাদ হোসেন (৪২), আবুল কাশেম (৩৮) ও ফরিদ মিয়া (৩৯)।

এদের মধ্যে মোস্তাফিজ ও জয়কে ২০০ টাকা করে এবং ফরহাদ, কাশেম ও ফরিদকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে আইন ১৮৯০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাওয়া মহানগর গোধূলি ট্রেনে ও স্টেশনের প্লাটফরমে প্রকাশ্যে ধুমপানের জন্যে পাঁচব্যক্তিকে জরিমানা করা হয়।

এছাড়াও ভবিষ্যতে বিনা টিকেটে রেল ভ্রমণ ও পাবলিক পরিবহনে ধূমপান করবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় কয়েকজনকে।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM