ভারতের কাশ্মীরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে অ্যাপ কর্তৃপক্ষ। খবর বিবিসি।
গত চার মাস ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না কাশ্মীরের মানুষ। এ কারণে তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বিবিসিকে বলেন, নিরাপত্তার জন্য কোনো অ্যাকাউন্ট ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তখন অ্যাকাউন্টগুলো আপনা থেকেই সব গ্রুপ থেকে বের হয়ে যায়।
তিনি আরো বলেন, ইন্টারনেট সংযোগ পাওয়ার পর তাদের আবার নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হবে।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে ভারতে। এখানকার ৪০ কোটি মানুষ অ্যাপটি ব্যবহার করে।
জয়নিউজ