১৯ ডিসেম্বর শুরু শহীদ হাসান আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্ট-২০১৯ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

- Advertisement -

এ বিষয়ে জানাতে শনিবার (১৪ ডিসেম্বর) নগরের এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

এতে সমিতির সদস্য সচিব ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সুরজিৎ বড়ুয়া বলেন, সর্বমোট ৯ রাউন্ডে সুইস লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে টুর্নামেন্টে দুই ক্যাটাগরিতে ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকার ২৭টি পুরস্কার দেওয়া হবে। এতে দেশি-বিদেশি ২০০ দাবাড়ু অংশগ্রহণ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ দাবা ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

জয়নিউজ/বাচ্চু/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM