প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ১৩২ জন শিক্ষার্থী। শুক্রবার (২০ ডিসেম্বর) মিরসরাই উপজেলার চারটি কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবান্ধব এ সংগঠনের মেধাবৃত্তি ২০১৯ এ মিরসরাইয়ের ১৬টি ইউনিয় ও ২টি পৌরসভার প্রায় দেড়শটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৪ হাজার ১৩২ জন ছাত্রছাত্রী অংশ্রগ্রহণ করে। উপজেলার মোট চারটি কেন্দ্রে সকাল-বিকাল দুইধাপে এ মেধাবৃত্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দিনব্যাপি আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, ক্লিপটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্টপোষক মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিইউএফএল ইউনিটের সভাপতি মো. মোনায়েম হোসেন, নিজামপুর সরকারি কলেজের শিক্ষক মিয়া খান, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য মোস্তাফিজুর রহমান লিটন, প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক ইউনূচ নুরী, পরিচালক ফোরকান, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মামুনুর রশিদ মামুন, সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিফাত, আহ্বায়ক জাহিদ, সচিব আসাদ, সাংবাদিক মাইন উদ্দিন, ইউছুফ, আজহার ও আজিজ।