দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

নগরের বায়েজিদ বোস্তামি সড়কের ষোলশহর দুই নম্বর রেলগেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত উভয় পাশের দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চসিকের প্রধান জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, অবৈধভাবে ফুটপাতের উপর দোকানের অংশ বর্ধিত করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে টেকনিক্যাল মোড়ের রনি এন্টারপ্রাইজকে ১০ হাজার, নিউ মিউচুয়াল হার্ডওয়ার স্টোরকে ৫ হাজার টাকা, বায়েজিদ মাজার গেইটের ক্যাফে বায়েজিদকে ১০ হাজার টাকা, হোটেল জামানকে ১০ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তুপ করার দায়ে মো. আলিমকে ৫ হাজার টাকা, মো. ওসমানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM