বৃহত্তর চট্টগ্রামে সেরা দশে নগরের ৯ স্কুল

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) গত বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর দিক দিয়ে সাফল্য দেখিয়েছে নগরের স্কুলগুলো। এ শিক্ষাবোর্ডের অধীনে বৃহত্তর চট্টগ্রামের ১ হাজার ২৭৪টি স্কুলের মধ্যে শীর্ষ ১০-এর ৯টিই দখল করেছে নগরের স্কুল।

- Advertisement -

এছাড়া ছেলেদের চেয়ে মেয়েরাই এবার বেশি জিপিএ-৫ পেয়েছে। এ বছর জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ২ হাজার ৪১৯ জন ছা্ত্র এবং ৩ হাজার ৬২২ জন ছাত্রী। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৩১ জন।

- Advertisement -google news follower
বৃহত্তর চট্টগ্রামে সেরা দশে নগরের ৯ স্কুল
শীর্ষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

সেরা দশের মধ্যে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। কলেজিয়েট স্কুলের ৩৪৩ জনের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

৩২৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস করা এ স্কুলে ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন।

- Advertisement -islamibank
বৃহত্তর চট্টগ্রামে সেরা দশে নগরের ৯ স্কুল
দ্বিতীয় স্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এরপরেই তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া। শতভাগ পাসের এ স্কুলে ৫০২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন।

বৃহত্তর চট্টগ্রামে সেরা দশে নগরের ৯ স্কুল
তৃতীয় সেরা বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়।

এছাড়া রয়েছে যথাক্রমে বিএন উচ্চ বিদ্যালয় (জিপিএ৫ পেয়েছে (১৮৮ জন), গভ. মুসলিম হাই স্কুল (১৭০ জন), নাসিরাবাদ সরকারি স্কুল (১৬২ জন), চট্টগ্রাম গভ. হাই  স্কুল (১৫৫ জন), চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৩৬ জন)। নগরের বাইরে রয়েছে শুধু কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১২৮ জন জিপিএ-৫) রয়েছে নবম স্থানে। দশম স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক স্কুল। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন।

প্রসঙ্গত, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ৮২ দশমিক ৯৩। যা গত বছরের চেয়ে এক দশমিক ৪১ শতাংশ বেশি।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM