এক প্রার্থী ছাড়া সবাই বৈধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে এক প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হয়েছে উত্তরের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জি এম কামরুল ইসলামের।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ঢাকা উত্তরের বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে পারেনি।

বৈধ ৬ প্রার্থী হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

- Advertisement -islamibank

এদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ সিদ্ধান্ত দেন।

বৈধ ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

বৈধতা নিশ্চিত হওয়ার পর মেয়র প্রার্থীরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM