আইজিপি ব্যাজ পাচ্ছেন চট্টগ্রামের ২৯ পুলিশ

কাজের স্বীকৃতিস্বরূপ সারাদেশে এবছর পুলিশের বিশেষ সম্মাননা ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫শ’ ৯৫ জন সদস্য।

- Advertisement -

যার মধ্যে চট্টগ্রাম থেকে রয়েছে ২৯ জন সদস্য। তারা সবাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশে কর্মরত।

- Advertisement -google news follower

পদকপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটি-এসবি) মো. আবদুল ওয়ারীশ, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফ, সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিকুর রহমান, সিএমপি কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা, ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার উত্তম কুমার পাল, রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিস্কৃতি চাকমা, র‌্যাব-৭  এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মিমতানুর রহমান, পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মঈন, সিএমপির ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশ, পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া, সিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, সিএমপির পুলিশ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পতেঙ্গা সাব-জোন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আমিনুল হক।

কোতোয়ালি থানার এসআই সজল কান্তি দাশ, কাউন্টার টেরোরিজমের এসআই সুমিত দাশ, ডবলমুরিং মডেল থানার এসআই অর্ণব বড়ুয়া, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই আবুল হাশেম, সিএমপির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই লতা পারভীন, কোতোয়ালি থানার এএসআই অনুপ কুমার বিশ্বাস, নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) এএসআই সন্তু শীল, চট্টগ্রাম-৯ এপিবিএনের নায়েক আশরাফুল ইসলাম, সিএমপির কনস্টেবল ফারহান আহমেদ রাসেল ও চট্টগ্রাম-৯ এপিবিএনের কনস্টেবল বাদশা ফাহাদ।

- Advertisement -islamibank

জানা যায়, রোববার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন করে পুলিশ বাহিনীর সদস্যদের বিপিএম, পিপিএম পদক প্রদান করবেন। এছাড়া পুলিশ সপ্তাহের শেষ দিন আইজিপি জাবেদ পাটোয়ারী আইজিপি পদক প্রদান করবেন।

জয়নিউজ/এমএইচকে/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM