আগামীকাল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ৩৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।
শুদ্ধতার বিকাশ ঘটানোর প্রত্যয়ে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি জন্ম হয়েছিল এ সংগঠনের। সৃষ্টিকাল থেকেই বোধন দায়বদ্ধ শিল্পের প্রতি। সহস্র বাঁধার মুখেও আঁধার ভেঙে বোধন ছুটেছে আলোর পথে।
বোধনের জন্মদিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার নানা আয়োজন করা হয়েছে। ‘অজর অমর অক্ষয়’ শিরোনামের এ আয়োজন অনুষ্ঠিত হবে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া আয়োজনে থাকবে আবৃত্তি, সংগীত, স্মৃতি ও শুভেচ্ছা কথামালা। থাকবে তবলা, ঢোল, ড্রাম রোল ও ড্রামকিটে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাশের একক পরিবেশনাও।
বর্ণিল এ আয়োজনে উপস্থিত থাকবেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিতে সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটাতে কাজ করে যাচ্ছে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম। এ সংগঠন পরিচালিত দেশের প্রথম আবৃত্তি স্কুল ‘বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম’র ৫৩তম আবর্তনে ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮১৭৭১৯০১৭, ০১৭১৮০০৪০৩৩ কিংবা ০১৮১৯৩৩২৪৫৪ নাম্বারে।
জয়নিউজ