বাগদাদে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে উপর্যুপরি রকেট হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যস্থল বাগদাদের উচ্চ নিরাপত্তাসম্বলিত গ্রিন জোন। এ এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

- Advertisement -

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই গ্রিন জোন লক্ষ্য করে হামলা চালানো হলো।

- Advertisement -google news follower

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতের আগমুহূর্তে দুটি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। তৎক্ষণাৎ বেজে উঠে গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন। কারা এ হামলা চালিয়েছে, কিংবা হামলায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। হামলায় ৮০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে।

- Advertisement -islamibank

বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যাননি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM