ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

- Advertisement -

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায়।

- Advertisement -google news follower

শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ হওয়া নকল টাকার মধ্যে ১ হাজার ও ৫শ’ টাকার নোট রয়েছে।

র‍্যাব জানায়, অভিযানে প্রায় কোটি টাকার বেশি নকল নোট উদ্ধার করা হয়েছে। কয়েক বছর ধরেই জাল টাকা তৈরির চক্রের সঙ্গে এরা জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

- Advertisement -islamibank

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM