‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ঐক্যমতের বিকল্প নেই’

সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক-শ্রমিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঐক্যমতের কোনো বিকল্প নেই।

- Advertisement -

সড়ক দুর্ঘটনা রোধে বান্দরবানে পরিবহন মালিক-শ্রমিক ও সুশীল সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সোমবার (২৭ জানুয়ারি) সকালে এগারোটায় বান্দরবানের হিলভিউ কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স।

- Advertisement -islamibank

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, শৈলশোভা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুছ, ট্রাফিক পুলিশের কর্মকর্তা মো. আশরাফুল, পুর্বাণী মালিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ দাশ ঝুন্টু, জীপ-মাইক্রো মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, পরিবহন শ্রমিক নেতা আবু মুছা, নুরুল আলম, মো. আলমগীর।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM