রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নোয়াজিশপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করেছে হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় রাউন্ডের এ খেলা ২১ ফেব্রুয়ারি বিকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বয়ক সুমন, দে ও তপন দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাউজান পৌরসভার দ্বিতীয় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, বিএম জসিম উদ্দিন, সুকুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম শাহাজাহান, জসিমউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মফজ্জল আহম্মদ, সারজু মো. নাসের, শওকত হোসেন, মুছা আলম খান, সেকান্দর হোসেন, দিদারুল আলম, আরিফুল হক চৌধুরী, আবু সালেক, ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, আশিফ, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, রাশেদ, রাজু দে, মোবারক হোসেন, বেলাল হোসেন, সিফাত ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার শাহাদাৎ হোসেন দিপু।
জয়নিউজ/শফিউল আলম