`জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান- এ রায় দিয়েছেন হাইকোর্ট। এক রুলের নিষ্পত্তিতে হাইকোর্ট এ ঘোষণা দেন।
মঙ্গলবার (১০ মার্চ) রুলের নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
২০১৭ সালে রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। আবেদনের পক্ষের আইনজীবীও ছিলেন তিনি।
২০১৭ সালের ৪ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চান হাইকোর্ট। রুলের বিবাদী ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিব।
তখন বশির আহমেদ উল্লেখ করেন, পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য স্বাধীনতার এতদিন পরও ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে পায়নি। অথচ এই স্লোগান দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।