রোমে ৯শ’ ক্যাথলিক চার্চ বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের কারণে ইতালির রাজধানী রোমের ৯শ’ ক্যাথলিক চার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী রোববার প্রার্থনার জন্য চার্চে যেতে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

- Advertisement -

দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

রোমে পোপের ডেপুটি কার্ডিনাল অ্যাঞ্জেলো দে ডোনাটিস বলেন, ইতালিতে দেশব্যাপী কোয়ারেন্টাইনের অবসান না হওয়া অবধি অন্তত ৩ এপ্রিল পর্যন্ত রোমের ৯০০ গির্জার সবগুলি বন্ধ থাকবে।

অন্যদিকে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কয়ার, সেন্ট পিটারের বেসিলিকা ও জাদুঘরগুলিতে পর্যটকদের বিয়ে ও শেষকৃত্যের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

রোমের সবগুলো গির্জা একযোগে বন্ধ করে দেওয়ার এ ঘটনা নজিরবিহীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এমনকি নাৎসি বাহিনী ও ইতালির ফ্যাসিস্টরা যখন দ্বাদশ পোপ পিউসকে ভ্যাটিকানে আটক করে রেখেছিল তখনও কিছু গির্জার দরজা খোলা।

চার্চ বন্ধ রাখার আদেশ একযোগে ভ্যাটিকান সিটি ও ইতালির রাজধানীজুড়ে বলবৎ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশটির সরকার খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া বাকিসব দোকানপাটও বন্ধ করে দিয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM