লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সভা

লক্ষ্মীপুরে করোনাভাইরাস রোগনির্ণয়  ও পরিচালনা সম্পর্কিত বৈজ্ঞানিক প্রতিরোধ এবং করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার সব চিকিৎসক উপস্থিতি ছিলেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার। জেলা স্বাচিপ সভাপতি ডা. জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপ-পরিচাক ডা. আশফাকুর রহমান মামুন।

এসময় করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পাশপাশি নিজে সচেতন ও অন্যকে সচেতন করা এবং সঠিকনিয়মে মার্স্ক ব্যবহারসহ নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

- Advertisement -islamibank

সেমিনারে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল বিভাগীয় বিক্রয় পরিচালক সালেহ মাহমুদ মিল্লাত, আঞ্চলিক বিক্রয় পরিচালক ফরহাদ আহমেদ ও মো. সাইফুল আজমসহ স্কয়ার ফার্মার স্থানীয় কর্মকর্তারা।

জয়নিউজ/মনির/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM