কওমি মাদ্রাসার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধে কওমি মাদ্রাসার আবাসিক-অনাবাসিক সব ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার(১৯ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে কওমি আলেমদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

মাওলানা বাহাউদ্দিন বলেন, হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বৈঠকে হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক শেষে এক বিবৃতিতে হাইয়াতুল উলইয়া জানিয়েছে, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি জটিল আকার ধারণ করায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব কওমি মাদ্রাসা বন্ধ থাকবে। দাওরায়ে হাদিসসহ কওমি মাদ্রাসার অন্যান্য জামায়াতের পরীক্ষার বিষয়ে ২১ মার্চ স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

- Advertisement -islamibank

এর আগে গত ১৭ মার্চ পরীক্ষার আগ পর্যন্ত মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। ক্লাস বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক ছাত্রদের ছুটি না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

জয়নিউজ/তালেব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM