করোনা: চট্টগ্রামে বিচারপ্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

করোনাভাইরাসের জন্য চট্টগ্রামের বিচারপ্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে মামলার বাদীরা আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে মামলার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম আদালতের বিচারক ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।

তিনি বলেন, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটদের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতাদের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি-সিভিলসহ অন্যান্য মামলায় পক্ষসমূহের হাজিরা, সময়ের আবেদন আদালত স্ব-উদ্যোগে মঞ্জুর করবেন। এক্ষেত্রে মামলার বাদী তাঁদের পক্ষে নিয়োজিত আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে মামলার কার্যক্রম চালু রাখতে পারবেন।

- Advertisement -islamibank

পাশাপাশি এ বিষয়ে সবার সহযোগিতা কাম্য বলেও উল্লেখ করেন জেলা আইনজীবী সমিতির এ নেতা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM