দেশের সব সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২৬ মার্চ থেকে এ ছুটি কার্যকর হবে, থাকবে ৪ এপ্রিল পর্যন্ত। পুলিশ, হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় পড়বে না। খোলা থাকবে ওষুধের দোকান ও কাঁচাবাজার।
সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মুখ্য সচিব আহমেদ কায়কাউস দেশে নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকারের নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সঙ্কট মোকাবেলা করা যাবে।
জয়নিউজ