করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় তিনি মারা যান। গাম্বিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগীও এই বাংলাদেশি।
গত ২০ মার্চ ওই ব্যক্তি মারা গিয়েছিলেন। তবে সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষার পর নিশ্চিত হয় ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত ছিলেন।
সত্তরোর্ধ্ব ওই বাংলাদেশি গত ১৩ মার্চ সেনেগাল থেকে জাম্বিয়া গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে বানজুলের একটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
এদিকে ওই বাংলাদেশির পরিচয় এখনো প্রকাশ করেনি গাম্বিয়া। তাদের সংবাদমাধ্যম এটুকু নিশ্চিত করেছে, মারা যাওয়া ওই ব্যক্তি ইমাম ছিলেন।
জয়নিউজ