করোনায় কাশ্মীরে প্রথম মৃত্যু

বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এবার এ ভাইরাসের ছোবল থেকে রেহাই পেলো না ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরও। প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে কাশ্মীরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

- Advertisement -google news follower

খবরে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স ৬৫ বছর।

স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল জানান, এ প্রথম করোনায় আক্রান্ত হয়ে কাশ্মীরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দুইদিন আগে ওই ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ে।

- Advertisement -islamibank

এছাড়া মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া আরও চারজনের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানান রোহিত।

এদিকে, ৬৫ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যুতে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাশ্মীরজুড়ে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM